শ্রীনগর: শুক্রবার শ্রীনগরের বাইরে জাকুরা এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ পুলিশ অফিসার ইমরান টাককে শেষ বিদায় জানাল তাঁর গ্রাম। মৃত অফিসারের শেষকৃত্যে ভিড় করেন কয়েক হাজার মানুষ।


আইএসআইএস দাবি করেছে, ওই হামলায় তাদের হাত রয়েছে, এভাবেই ভারতে জঙ্গি হামলা শুরু করল তারা। শুক্রবারের এনকাউন্টারে খতম হয় লস্কর ই তৈবার অন্যতম পান্ডা মুগিস মির। শ্রীনগরে আইএস পতাকায় মুড়ে নিয়ে আসা হয় তার দেহ। যদিও পুলিশ জানিয়ে দিয়েছে, উপত্যকায় আইএসের উপস্থিতির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

কেন্দ্রীয় সরকার বলেছে, আইএসের এই দাবি খতিয়ে দেখছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও নিরাপত্তা সংস্থাগুলি এ নিয়ে ভাবনাচিন্তা করছে, তারা ঠিক করবে পরবর্তী কর্মপদ্ধতি।

শুক্রবার বিকেলে শ্রীনগর-গন্ডেরবাল রোডের ওপর হয় ওই হামলা। একটি গাড়িতে করে ৩ জঙ্গি এসে জাকুরা মোড়ে এক পুলিশ ভ্যানের ওপর গুলি চালাতে শুরু করে। এতে সাব ইন্সপেক্টর ইমরান টাকের মৃত্যু হয়, আহত হন এক স্পেশাল পুলিশ অফিসার। জবাবি গুলি চালিয়ে মুগিস মিরকে জখম করে পুলিশ, গ্রেফতার করে এক জঙ্গিকে। মুগিস মির তখনকার মত চম্পট দেয়, পরে কাছাকাছি এলাকায় উদ্ধার হয় তার দেহ।

রাজ্য সরকার জানিয়েছে, ইমরান টাক বীরের মত যুদ্ধ করে এক জঙ্গিকে খতম করেন, তাঁর নাম শৌর্য চক্রের জন্য সুপারিশ করবে তারা। ইমরানের শেষকৃত্য উপলক্ষ্যে তাঁর শহর বসন্তগড়ে বন্ধ ছিল সব দোকানপাট।