দুর্ভাগ্যজনক, বিরোধীরা অপরাধীদের প্রশয় দিচ্ছে, পুলিশ এনকাউন্টার বন্ধ হবে না, বললেন আদিত্যনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2018 05:22 PM (IST)
লখনউ: রাজ্যে পুলিশ এনকাউন্টার বন্ধ হবে না বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ উত্তরপ্রদেশ বিধান পরিষদে জিরো আওয়ারে তিনি বিরোধীদের প্রতি ইঙ্গিত করে বলেন, সবাই জানে, কারা অপরাধীদের মাথায় তুলছে।
রাজ্যে ১২০০ এনকাউন্টারে মোট ৪০ জন অপরাধী গুলিতে খতম হয়েছে, এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এমন অভিযান চলবে।
গত ১৩ ফেব্রুয়ারি বিধান পরিষদ চেয়ারম্যান দুটি পুলিশ এনকাউন্টার সহ তিনটি ঘটনার সিবিআই তদন্ত করাতে আদিত্যনাথ সরকারকে যে নির্দেশ দিয়েছেন, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিংহ। তখনই মুখ্যমন্ত্রী এ কথা বলেন। দেবেন্দ্র প্রতাপের তোলা প্রশ্নটি বিবেচনা করতে চেয়ারম্যানকে আবেদনও করেন তিনি। বলেন, কিছু লোক অপরাধীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। গণতন্ত্রের পক্ষে এটা বিপজ্জনক। নয়ডায় ৩ ফেব্রুয়ারির যে ঘটনায় জিতেন্দ্র যাদব বুলেটে জখম হয়, সেটা এনকাউন্টার ছিল না। পুলিশ ঘটনাটি এনকাউন্টার বলে দেখছেও না। এমনকী ও নিজেও তা এনকাউন্টার বলেনি।
বিরোধী দলনেতা সমাজবাদী পার্টির আহমেদ হাসান তখন বলেন, চেয়ারম্যান ইতিমধ্যেই সরকারকে সিবিআই তদন্ত করাতে বলেছেন। এখন সরকার হয় সিবিআই তদন্তের সুপারিশ করবে বা করবে না। আপত্তির কী মূল্য আছে?
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -