মন্দারমণি: পর্যটকদের বেধড়ক মারে মাথা ফাটল হোটেল ম্যানেজারের! জখম আরেক হোটেল কর্মী!
ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হল পুলিশও! ঘটনাস্থল সেই মন্দারমণি।
বাইকে করে, পরিবার ও পরিচিত নিয়ে গত রবিবার মন্দারমণি যান নিউ আলিপুরের সাহাপুর কলোনির বাসিন্দা অজয় কুণ্ডু। দলে ৭ জন ছিলেন। তাঁরা এসে ওঠেন সমুদ্রতট লাগোয়া এই হোটেলে।
হোটেল কর্মীদের দাবি, সোমবার সন্ধেয় মত্ত অবস্থায় এই পর্যটকরা সমুদ্রে নামতে চাইলে বাধা দেন তাঁরা। কিন্তু লাভ হয়নি। অভিযোগ, কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সঙ্গেও বচসা ও হাতাহাতি হয় পর্যটকদের। এরপর হোটেলে এসে তাণ্ডব শুরু করেন পর্যটকরা!
ঘটনাস্থলে গিয়ে নিগৃহীত হন এক এএসআই ও মহিলা কনস্টেবলও। ছিঁড়ে দেওয়া হয় উর্দি! মহিলা পুলিশকর্মীকে ফেলে লাথি মারা হয় বলে অভিযোগ! এরপর পুলিশের বাড়তি বাহিনী হোটেলে যায়। গ্রেফতার করা হয় তিন জনকে।
কিন্তু হোটেল সংলগ্ন ঝাউবন থেকে বাকি তিন জনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে মারধর, হুমকি, ভাঙচুর ও একই উদ্দেশে অপরাধ সংগঠিত করার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
নিউ আলিপুরের সাহাপুর কলোনির এই ফ্ল্যাটেই থাকেন অভিযুক্ত পর্যটক দলের প্রবীণ সদস্য অজয় কুণ্ডু।
তাঁর এক আত্মীয়ের দাবি, সমুদ্রতটে বাড়ির দুই মেয়েকে কটূক্তি করে কয়েকজন স্থানীয় যুবক। হোটেল ম্যানেজারকে জানালে, তিনি অভিযুক্তদেরই সমর্থন করেন! কিছুক্ষণ পর হোটেলে এসে অজয় কুণ্ডুর ওপর চড়াও হয় অভিযুক্তরা। বাবাকে আক্রান্ত হতে দেখে, মেজাজ হারান বর্ষা। তবে, পুলিশকে মারধরের কোনও ঘটনা ঘটেনি।