শবরিমালা মন্দিরের দানসামগ্রীর মধ্যে ২০ টাকার পাকিস্তানি নোট! তদন্ত
Web Desk, ABP Ananda | 06 Jul 2017 03:33 PM (IST)
শবরিমালা: কয়েকদিন আগে শবরিমালা মন্দিরের হুন্ডি খুলতেই ২০ টাকার একটি পাকিস্তানি নোট বেরনোয় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মন্দিরে দান হিসাবে হুন্ডিতে বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে আগেও। কিন্তু যেহেতু পাকিস্তানি মুদ্রা পাওয়া গেল এই প্রথম, তাই তদন্ত করে দেখা হচ্ছে। কনভেয়র বেল্ট থেকে গণনার জায়গায় পাঠানো হচ্ছিল হুন্ডির মুদ্রাগুলি। তখনই পাকিস্তানি নোটটি নজরে আসে। পাথানামথিট্টা জেলায় ভগবান আয়াপ্পাকে উত্সর্গ করা এই মন্দিরে নভেম্বর থেকে জানুয়ারি, এই তিন মাসের বার্ষিক তীর্থের মরসুমে দেশ, বিদেশের ভক্তের ঢল নামে। মালয়ালি ক্যালেন্ডারে মাসের প্রথম দিনটি সেখানে পুজো হয়। ৫ দিন খোলা থাকে মন্দির। বাকি দিনগুলি বন্ধ থাকে মন্দিরের দরজা।