মথুরা: মথুরার জওহরবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে একদল দখলদার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও ছুড়তে হয় পুলিশকে। সংঘর্ষে দুই পদস্থ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে, আহত বহু।
প্রসঙ্গত, গত দুবছর ধরে এক দল লোক জোড় করে জওহরবাগ এলাকার অনেকটা জায়গা দখল করে রেখেছিল। যা আসলে সরকারি সম্পত্তি। পুলিশ এলাকা দখলমুক্ত করতে যায়। সেই সময়ই সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্টেশন অফিসার সন্তোষ কুমার যাদবের। ঘটনায় গুরুতর জখম হন মথুরা শহরের এসপি এবং এরিয়া সার্কেল অফিসার। দুজনকেই চিকিত্সার জন্যে জেলা হাসপাতালে পাঠান হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় মথুরা শহরের এসপি মুকুল দ্বিবেদীর।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে গোটা এলাকার ওপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকা দখলমুক্ত করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। প্রথমে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বহু পুলিশ কর্মীকে মারধরও করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসন কোনও মন্তব্য করতে চায়নি।
মথুরায় সংঘর্ষ, মৃত দুই পুলিশ আধিকারিক, আহত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 06:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -