তবে কেবল রক্তচক্ষু নয়, করোনা আবহে সামনে আসছে পুলিশের বিভিন্ন ভূমিকার ছবিও। এবার ভাইরাল হল সচেতনতা প্রচারে মাইক হাতে এক পুলিশ অফিসারের গান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। গুরগাঁওয়ের রাস্তায় ঘুরে ও বিভিন্ন আবাসন চত্বরে গান গেয়ে সচেতনতা প্রচার করছেন এক পুলিশ অফিসার!
অফিসারের গলায় জনপ্রিয় হিন্দি গান-'এক পেয়ার কা নগমা হ্যায়'। তবে তার পরের কথাগুলো পরিবর্তিত। প্রথম লাইনের পরের লাইন হল, 'হাম সবনে ইয়ে ঠানা হ্যায়/ মিলকে আব হামকো, করোনা কো হারানা হ্যায়।' (আমরা সবাই ঠিক করেছি, এবার আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করব)। গানের সুরে সুরে উঠে এসেছে বৃহত্তর স্বার্থে লকডাউনের নির্দেশ মেনে ঘরে থাকার আবেদনও।
ভিডিওতে দেখা যায়, আবাসনের বারন্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গান উপভোগ করছেন বহু মানুষ। বয়স্ক থেকে শিশু, সবাই রয়েছে সেই দলে। এই অভিনব প্রচার পদ্ধতি দেখে অভিভূত নেটদুনিয়াও।