আগরতলা: সিপিএম প্রভাবিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন (টিএমএসইউ) কার্য্যালয় থেকে মজুত করা ম্যাচেট ও অন্যান্য ধারালো অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে বলে জানাল ত্রিপুরা পুলিশ। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষী গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ইউনিয়নের দপ্তরে হানা দিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান। এ খবর পিটিআইয়ের।
আগামী দিনে এ ধরনের আরও অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, বলেন পুলিশ সুপার।
ত্রিপুরা বিজেপির মুখপাত্র অশোক সিংহ বলেছেন, অস্ত্র উদ্ধারের ঘটনাটি তাঁকে ২০১১ সালে পশ্চিমবঙ্গে সিপিএম শাসনের অবসানের পর তাদের বিভিন্ন পার্টি অফিস থেকেও তল্লাসিতে অস্ত্র বেরনোর কথা মনে পড়িয়ে দিচ্ছে।
সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর অবশ্য টিএমএসইউ দপ্তরে অস্ত্রশস্ত্র মজুত করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কমিউনিস্ট পার্টিকে কালিমালিপ্ত করার এ ধরনের কৌশল অনেক পুরানো। আমরা আগেও একই রকমের আক্রমণের মুখে পড়েছি। কিন্তু এসব শেষ পর্যন্ত কাজে আসবে না।