ঠানে: একটি টেম্পো থেকে তিন টন গোমাংস বাজেয়াপ্ত করল মহারাষ্ট্রের ঠানে জেলা সংলগ্ন পুলিশ। এই ঘটনায় টেম্পোর চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।
যে এলাকায় ওই টেপ্পোটিকে ধরা হয় সেই এলাকাটি পাদঘা থানার অন্তর্গত। থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ল্যাবরেটরিতে পরীক্ষায় ওই মাংস গোমাংস বলে প্রমাণিত হয়েছে।
বজরং দলের কর্মীদের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার ভোরে আজরোলি চেক পোস্টের কাছে টেম্পোটিকে আটকানো হয়।
স্টেশন অফিসার জানিয়েছেন, টেম্পোটি নাসিক থেকে মুম্বইতে যাচ্ছিল। টেম্পোটিতে বাতিল জিনিসপত্রর নিচে লুকিয়ে ওই মাংস নিয়ে যাওয়া হচ্ছিল।
মুম্বইয়ের এক বিক্রেতার কাছে ওই মাংস পৌঁছে দেওয়ার কথা ছিল।
ধৃতদের বিরুদ্ধে মহারাষ্ট্রের প্রাণী সংরক্ষণ (সংশোধনী) আইন, ১৯৯৫ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মহারাষ্ট্রে টেম্পো থেকে বাজেয়াপ্ত তিন টন গোমাংস, গ্রেফতার চালক ও খালাসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2017 06:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -