থানাতেই শরীর ম্যাসাজ ,ভিডিও ভাইরাল, সাসপেন্ড সাব-ইন্সপেক্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2016 04:48 AM (IST)
লখনউ: থানাতে বসেই মহিলাকে দিয়ে শরীর ম্যাসাজ করাচ্ছেন পুলিশের এক সাব-ইন্সপেক্টর। এমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এরপরই উত্তরপ্রদেশের হারদোইয়ের ওই সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এই ভিডিও ক্লিপের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন রাজ্য পুলিশের ডিজি জাভেদ আহমেদ। তিনি সঙ্গে সঙ্গেই হারদোইয়ের পুলিশ সুপারকে এসআই সঞ্জয় যাদবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে জানতে পারা গেছে যে, দেব্রিয়া গ্রামের ওই মহিলা ওষুধি তেল তৈরি করেন। তাঁকে থানায় ডেকে পাঠান এস আই সঞ্জয় যাদব। মহিলা তাঁর দেওরের উপস্থিতিতে এসআইয়ের শরীর ম্যাসাজ করেন। এসআইয়ের ওই কাজ পুলিশোচিত নয় উল্লেখ করে মুখপাত্র জানিয়েছেন, এতে সমগ্র বাহিনীর মর্যাদাকেই কালিমালিপ্ত করা হয়েছে।