বুলন্দশহর:  পেশার প্রতি দায়বদ্ধতা দেখিয়ে সাহসিকতার নয়া নজির তৈরি করলেন পশ্চিম উত্তর প্রদেশের বুলন্দশহরের এক মহিলা পুলিশ আধিকারিক।


বিজেপির জেলা-স্তরের কর্মী প্রমোদ লোধির কাছে তাঁর গাড়ি সংক্রান্ত সঠিক নথি না থাকায়, তাঁকে চালান দেয় সেখানকার কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এলাকায় হইহল্লা শুরু করে বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন সার্কেল অফিসার শ্রেষ্ঠা ঠাকুর। তখন তাঁর ওপর কার্যত তর্জন-গর্জন শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা।

সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়

সেই ভিডিও

ওখানে এসে সার্কেল অফিসার প্রত্যেককে বলেন, যান আপনারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থেকে লিখিত বিবৃতি নিয়ে আসুন, যে পুলিশের গাড়ির নথিপত্র খতিয়ে দেখার কোনও অধিকার নেই। তাহলে তাঁরা এখনই কাজ বন্ধ করে দেবেন।

এরপরই বিজেপি কর্মীদের তরফে অভিযোগ তোলা হয়, পুলিশ ঘুষ নিয়ে তাঁদের হেনস্থার চেষ্টা করছে। তখন ওই মহিলা পুলিশ আধিকারিক পাল্টা বলেন, আপনারা নিজেরাই নিজেদের পার্টির বদনাম করছেন।তারপর তিনি বলেন, আপনাদের এরপর সাধারণ মানুষ বিজেপির গুণ্ডা বলে সম্মোধন করবেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে।

তবে রাজনীতিবিদদের মদতে গুণ্ডামি এই প্রথম নয়। মাস খানেক আগেই এক মহিলা আইপিএস অফিসাররে সঙ্গে বচসায় জড়িয়ে যান এক বিজেপি বিধায়ক। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় কার্যত চোখে জল এসে যায় চারু নিগম নামের ওই আধিকারিকের। সেই ঘটনার পর ফের শাসকের শিবিরের তোপে পুলিশ।