শ্রীনগর: সোপিয়ানে সেনা অফিসার লেফটেন্যান্ট উমর ফয়েজের হত্যাকাণ্ডে হিজবুল মুজাহিদিনের হাত রয়েছে বলে সন্দেহ জম্মু ও কাশ্মীর পুলিশের। প্রাথমিক তদন্তে হিজবুলের স্থানীয় মডিউলের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশের ইনসপেক্টর এস জে এম গিলানি।
সোপিয়ানের যে জায়গায় ফয়েজকে গুলি করে মেরে ফেলা হয়, সেখান থেকে ইনসাস রাইফেলের দুটি খালি কার্তুজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গিলানি বলেন, সম্প্রতি দক্ষিণ কাশ্মীরে দুটি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি আমরা। কুলগামে অস্ত্র ছিনতাই লস্কর-ই-তৈবার কাজ, ২ মে সোপিয়ান আদালত চত্বরে অস্ত্র ছিনিয়ে নেওয়ায় হিজবুল জঙ্গিরা জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে। খালি কার্তুজগুলি ওই অস্ত্রগুলির কিনা, পরীক্ষা করে দেখা হচ্ছে। সম্ভবত ওই দুটি অস্ত্রেরই একটি ব্যবহার করা হয়েছে ফয়েজ হত্যায়।
গিলানি এও বলেন, যদিও ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি, তবে ডাক্তার, পুলিশ অফিসাররা ফয়াজের দেহ পরীক্ষা করে কোনও অত্যাচারের চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন।
ফয়াজ মঙ্গলবার রাতে বাটাপুরায় মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত দশটা নাগাদ সেখান থেকে তাঁকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। পুলিশকে জানাতে নিষেধ করে যায় বিয়েবাড়ির লোকজনকে। গতকাল সকালে উদ্ধার হয় ফয়াজের নিথর বুলেটবিদ্ধ দেহ।
সেনাবাহিনীর এই হত্যার মাথাদের সাজা দেবে বলে জানিয়েছে ইতিমধ্যেই।
দেহে অত্যাচারের চিহ্ন নেই, লেফটেন্যান্ট ফয়াজের হত্যায় হাত হিজবুলের, সন্দেহ কাশ্মীর পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
11 May 2017 06:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -