ওসমানাবাদ: বন্দুকের নল ঠেকিয়ে বছর ১৬-র কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশের সাব-ইন্সপক্টরের বিরুদ্ধে। গ্রেফতার ওই পুলিশকর্মী। ঘটনাস্থল মহারাষ্ট্রের ওসমানাবাদ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই এসআই-এর নাম প্রেম সুখদেব(২৬)। বর্তমানে সাঙ্গলি জেলার বিশ্রামবাগ থানায় কর্মরত সে। অভিযুক্তের বিরুদ্ধে আনন্দনগর থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার। গতকাল রাতে গ্রেফতার করা হয় ওই এসআইকে।
সূত্রের খবর, অভিযুক্তের বাড়িতেই ভাড়া ছিল নাবালিকার পরিবার। মেয়েটির দাবি, সেখানেই বন্দুকের নল ঠেকিয়ে তাকে ধর্ষণ করে ওই এসআই। এই খবর পরিবারের কাউকে না জানানোর হুমকিও দেয় সে।
বন্দুকের নল ঠেকিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার এসআই
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 04:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -