একে-৪৭ হাতে ছবি ভাইরাল উপত্যকায়, পুলিশের উর্দি ছেড়ে লস্করে কাশ্মীরের কনস্টেবল!
Web Desk, ABP Ananda | 28 Oct 2017 01:54 PM (IST)
নয়াদিল্লি: আসফাক আহমেদ দার নামে জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবলের বাহিনী ছেড়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার খবরে জোর আলোড়ন। গত সপ্তাহে দার নিজেই সোস্যাল মিডিয়ায় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছে বলে দাবি করে। একে-৪৭ রাইফেল হাতে তার ছবিও মেসেজ অ্যাপে ছড়িয়ে পড়েছে উপত্যকায়। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এটি সম্ভবত পুলিসের উর্দি ছেড়ে চলতি বছরে নিরাপত্তা জওয়ানের জঙ্গি দলে নাম লেখানোর তৃতীয় ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদ বলেছেন, আমরা খবরটা সঠিক কিনা, নিশ্চিত হতে চাইছি। তদন্ত চলছে। পুলিশের হাতে এখনও এ ব্যাপারে তথ্য নেই বলে জানান তিনি। ভাই সহ দারের পরিবারের অনেকেই পুলিশে চাকরি বলে সূত্রের খবর। সোপিয়ানের গ্রামের ছেলে গত সপ্তাহে ডিউটিতে ফিরবে বলে বাড়ি থেকে বেরয়। কিন্তু তার কাঠুয়ায় ফেরার খবর না পেয়ে বাড়ির লোকজন নিখোঁজ ডায়েরি করেন। তারপরই সোস্যাল মিডিয়ায় দারের ছবি বেরয়