জম্মু:  জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পুঞ্চে সেনার ৯৩ ব্রিগেডের সদর দফতরের কাছে একটি নির্মিয়মান বাড়ি থেকে সকাল আটটা নাগাদ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।  এক পুলিশ অফিসার জানিয়েছেন, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে এবং তাদের পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গুলি বিনিময় চলছে।
অন্যদিকে, হান্দওয়াড়ার নওগামে তিন জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, তিন বা চারজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।