জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পুঞ্চে সেনার ৯৩ ব্রিগেডের সদর দফতরের কাছে একটি নির্মিয়মান বাড়ি থেকে সকাল আটটা নাগাদ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এক পুলিশ অফিসার জানিয়েছেন, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে এবং তাদের পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গুলি বিনিময় চলছে।
অন্যদিকে, হান্দওয়াড়ার নওগামে তিন জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, তিন বা চারজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুঞ্চে শহিদ পুলিশ কর্মী, হান্দওয়াড়ায় খতম তিন জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2016 06:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -