লখনউ: উত্তরপ্রদেশে ফের প্রশ্নের মুখে সাংবাদিকদের নিরাপত্তা। দিন কয়েক আগেই ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে একটি সোশ্যাল পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন এক সাংবাদিক। পরে শীর্ষ ন্যায়ালয়ের নির্দেশে তাঁর জামিন হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের সাংবাদিকের ওপর হামলা।


মঙ্গলবার উত্তরপ্রদেশের শামলি স্টেশনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক অমিত শর্মা। তাঁর অভিযোগ, মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ক্যামরাবন্দি করার সময় তাঁকে বেধড়ক মারেন দুই রেল পুলিশ। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাংবাদিক অমিত শর্মার আরও মারাত্মক অভিযোগ, তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয়। শুধু তাই তাঁকে জেলবন্দি করে তাঁর ওপর প্রস্রাবও করেন ওই দুই রেলকর্মী।


পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে অভিযুক্ত শামলি স্টেশনের হাউজ অফিসার ও কনস্টেবল সঞ্জয় পাওয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলেই সূত্রের খবর। শামলির সিনিয়রস সুপারিন্টেডেন্ট অজয় কুমার জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া করা হবে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়, “আমাদের কাছে একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক সাংবাদিককে মারধর করা হচ্ছে। উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিংহ-র নির্দেশে এসএইচও জিআরপি (শামলি) রাকেশ কুমার ও কনস্টেবল  সঞ্জয় পাওয়ারকে সাসপেন্ড করা হয়েছে। নাগরিকের সঙ্গে দুর্ব্যবহারে অভিযোগে এই দুই পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”