২০ হাজার টাকার কম চাঁদা দেখানোয় প্রথম বিজেপি!
ABP Ananda, web desk | 19 Dec 2016 11:06 PM (IST)
নয়াদিল্লি: কানপুরের জনসভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজনৈতিক দলগুলির প্রাপ্ত চাঁদার সঠিক হিসেব দেওয়া উচিত। এর আগেই ভোটের সময় কালো টাকার প্রভাব কমাতে বেনামে রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার ঊর্ধ্বসীমা ২০ হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা করার জন্য আইন পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এনজিও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস(এডিআর) তাদের রিপোর্টে দাবি করেছে, এ বছরে ২০ হাজার কম টাকা চাঁদা হিসেবে দেখানোর ক্ষেত্রে বিজেপি রয়েছে প্রথম স্থানে। এ বছর বিজেপি চাঁদা বাবদ পেয়েছে ৮৭২ কোটি টাকা। এরমধ্যে ৪৩৪.৬৭ কোটি টাকাই এসেছে ২০ হাজার টাকার চাঁদা হিসেবে। কংগ্রেসের সংগ্রহে এসেছে ২০৭ কোটি টাকা। এরমধ্যে ৬৫.৫৮ কোটি টাকা এসেছে ২০ হাজারের কম টাকা হিসেবে।বিএসপি-র ৯২.৮০ কোটি টাকা এসেছে ২০ হাজার টাকার কম চাঁদা থেকে। এই হিসেব দেখিয়েই এডিআর বলেছে, রাজনৈতিক দলগুলির চাঁদা হিসেবে পাওয়া অর্থের ৭৫ শতাংশের উত্সই অজ্ঞাত। ২০০৪ ও ১০১৪-র লোকসভা নির্বাচনের মাঝে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত চাঁদার পরিমাণ ৪৭৮ শতাংশ বেড়েছে। ২০০৪ থেকে ২০১৫-র মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনগুলিতে বিভিন্ন রাজনৈতিক দল ২,১০০ কোটি টাকা চাঁদা পেয়েছে, যার মধ্যে ৬৩ শতাংশই নগদ। নির্বাচন কমিশন তাদের সুপারিশ কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে পাঠিয়েছে। এবার দেখার এবিষয়ে মোদী সরকার কী সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক দলগুলি কী প্রতিক্রিয়া জানায়।