কলকাতা: রাজনৈতিক দলগুলি প্রতি বছর ডিসেম্বরের মধ্যে নিজেদের আয়কর রিটার্ন না জমা দিলে খারিজ হতে পারে কর-অব্যাহতির সংস্থান। সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় আইন বদল করতে চলেছে কেন্দ্র।
সম্প্রতি, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে, কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানান, আইন অনুযায়ী, রাজনৈতিক দলগুলি কর-অব্যাহতির সুযোগ পায়। কিন্তু, অধিকাংশ দল সময়ে সময়ে আয়কর রিটার্ন দাখিল করে না।
রাজনৈতিক দলগুলির মধ্যে টাকা জোগানের মধ্যে স্বচ্ছতা আনতে অর্থবিলে প্রয়োজনীয় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। সেই মোতাবেক, প্রতি ডিসেম্বর শেষের মধ্যে রাজনৈতিক দলগুলিকে নিজেদের আয়কর রিটার্ন জমা দিতে হবে।
অর্থাৎ, ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষের (যার অর্থবর্ষ শুরু হচ্ছে ২০১৭ সালের ১ এপ্রিল) জন্য দলগুলিকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আধিয়া বলেন, তেমনটা না করা হলে, দলগুলি তাদের কর-অব্যাহতির সুযোগ হারাবে।
তিনি বলেন, আমরা নোটিস পাঠিয়ে তাদের (ডিফল্টারদের) কর-অব্যাহতি খারিজ করার সিদ্ধান্ত জানিয়ে দেব। এর মাধ্যমেই কঠোর অনুশাসন আসবে বলে দাবি করেন আধিয়া। তাঁর দাবি, গত ২ বছরে ৫০ শতাংশের বেশি দল সময়মত আয়কর রিটার্ন জমা দেয়নি। এই দলগুলির অধিকাংশই ছোট দল, যারা আয়কর জমা দেওয়ার প্রয়োজনও মনে করে না।
অন্যদিকে, রাজনৈতিক দলগুলিকে অনুদানকারীদের পরিচয় গোপন রাখতে জনপ্রতিনিধি আইনে বদল আনতে চলেছে সরকার। এর ফলে, ব্যাঙ্ক মারফত কেন্দ্রের সদ্য চালু করা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোনও ব্যক্তি যে কোনও রাজনৈতিক দলকে যত খুশি টাকা অনুদান পাঠাতে পারবেন। অথচ, তাঁদের পরিচয় গোপন রাখা হবে।
গতকাল, বাজেটে জেটলি ঘোষণা করেছিলেন, এবার থেকে কোনও ব্যক্তি নগদে ২ হাজার টাকার বেশি অর্থ কোনও রাজনৈতিক দলে দিতে পারবেন না। দিতে হলে ডিজিটাল, বা চেক অথবা বন্ডের মাধ্যমে দিতে হবে।