নয়াদিল্লি: ক্রিকেট এক মাঠে এনে দিল লালুপ্রসাদ যাদব ও সুরেশ প্রভুকে।

রেলমন্ত্রী দুজনেই-একজন প্রাক্তন, আর একজন বর্তমান। দুজনের মধ্যে খুব একটা সদ্ভাবের খবর নেই, বরং রেলভাড়া বৃদ্ধি সংক্রান্ত নানা ইস্যুতে লালুপ্রসাদ সুরেশ প্রভুকে খোঁচাতেই অভ্যস্ত। কিন্তু গতকাল এজবাস্টনে টিম ইন্ডিয়ার জয় দুজনকেই রাজনীতি ভুলিয়ে স্রেফ ভারত সমর্থক করে তুলেছে।

দেখুন তাঁদের টুইট




ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের টুইট



একইভাবে বিরাট কোহলির দলকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও বিজেপির অনুরাগ ঠাকুর।



কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও অভিনন্দন জানিয়ে করেছেন টুইট