নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে ও বিজেপিকে অভিনন্দন জানালেন রাহুল গাঁধী।


এদিন টুইটারে তিনি লেখেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের জয়ের জন্য আমি নরেন্দ্র মোদী ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। পাল্টা, কংগ্রেস সহ-সভাপতিকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, ধন্যবাদ। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।


[embed]https://twitter.com/OfficeOfRG/status/840523033378930688[/embed]

[embed]https://twitter.com/narendramodi/status/840525026906513408[/embed]

বিজেপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি এদিন পঞ্জাবে দলের জয় নিয়েও প্রতিক্রিয়া জানান রাহুল। এক দশক পর সেখানে কংগ্রেস সরকার গঠন করছে। এর জন্য সেই রাজ্যের বাসিন্দাদের ধন্যবাদ জানান কংগ্রেস সহ-সভাপতি। লেখেন, দলের ওপর আস্থা ও সমর্থনের জন্য পঞ্জাবের সবাইকে ধন্যবাদ।

https://twitter.com/OfficeOfRG/status/840523228258885633

এই রায় পঞ্জাব ও তার যুব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হবে। পঞ্জাবে ফলাফলের জন্য তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও সকল দলীয় কর্মীদেরও অভিনন্দন জানান। লেখেন, তাঁরা সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন।

https://twitter.com/OfficeOfRG/status/840523582224580608

পাশাপাশি, দেশের প্রতিটি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যেও এদিন বার্তা দেন রাহুল। লেখেন, শক্তি ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ ভারত গড়তে আমরা আমাদের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধ। তিনি মনে করিয়ে দেন, যতদিন না মানুষের হৃদয় ও মন জিতছেন, ততদিন তাঁর লড়াই চলবে।


https://twitter.com/OfficeOfRG/status/840523840870477824

https://twitter.com/OfficeOfRG/status/840523910860886017