নয়াদিল্লি: কর্নাটকে দল জাতপাতের অঙ্কে ভুল করেছে। কংগ্রেসের নির্বাচনী লোকসানের জন্য এমন কারণ দেখালেন বীরাপ্পা মইলি। নির্বাচনী কৌশল তৈরির সময় জাতপাতের হিসেব-নিকেশ ঠিকঠাক হয়নি বলে জানিয়ে কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেছেন, ভোটের আগে লিঙ্গায়েত ইস্যু তোলাই উচিত হয়নি কংগ্রেসের।
যদিও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের 'নেতিবাচক প্রচারে'র পাল্টা 'ইতিবাচক প্রচারে'র জন্য তাঁকে সমর্থন করেছেন মইলি।
তিনি সংবাদ চ্যানেলগুলিকে বলেছেন, এই ফল অত্যন্ত হতাশাজনক। উন্নয়ন বা সামাজিক ন্যয়ের ইস্যুতে ভোট হলে কংগ্রেসেরই জেতা উচিত ছিল। আমার মনে হয়, কর্নাটকে জাতপাতের অঙ্কে কোথাও গরমিল হয়েছে। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নেতিবাচক প্রচার বিজেপিকে জয় এনে দিয়েছে। মোদী, শাহ কখনই উন্নয়নের ইস্যুগুলি তোলেননি। কিন্তু আমাদের একইসঙ্গে মানতে হবে, জাতপাতের সমীকরণ নিপুণ ভাবে ব্যবহার করতে পারিনি আমরা।
মইলি এও বলেন, দলের একাংশও নানা স্তরে লিঙ্গায়েতের সংখ্যালঘু মর্যাদা ইস্যুটি তোলার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। হতে পারে, এটা ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। আমাদের এটা খতিয়ে দেখতে হবে। ভোক্কালিকাদের ব্যাপারেও আমরা ভালমতো ব্যবস্থা নিতে পারিনি। আত্মসমীক্ষার দরকার আছে।
প্রসঙ্গত, রাজ্যে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠায়, লিঙ্গায়েত ও বীরশৈব সম্প্রদায়কে ধর্মীয় সংখ্যালঘু মর্যাদা দেওয়ার পক্ষপাতী তারা। বিজেপি, অন্য রাজনৈতিক দলগুলি এতে ক্ষোভ জানিয়ে বলে, লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে বিজেপির ভোটব্যাঙ্কে ফাটল ধরাতেই কংগ্রেস সরকারের এমন পদক্ষেপ।