পঞ্জাব ও গোয়ায় ভোটগ্রহণ শুরু
ABP Ananda, web desk | 04 Feb 2017 08:54 AM (IST)
নয়াদিল্লি: পঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু। গোয়ায় ৪০টি আসনে ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১১ লক্ষ ভোটার। সকালেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। অন্যদিকে, পঞ্জাবে ১১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ১৪৫ জন প্রার্থী। ভোটদাতার সংখ্যা ১ কোটি ৯৮ লক্ষ। দুই রাজ্যেই শাসক-বিজেপি জোটের সঙ্গে কংগ্রেসের লড়াইয়ে উল্লেখযোগ্য শক্তি হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি। পঞ্জাবে বিজেপি-অকালি দলের জোট সরকারের মূল প্রতিপক্ষ অবশ্য কংগ্রেস। তাদের প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নভজ্যোৎ সিংহ সিধু। গোয়ায় অন্য প্রার্থীদের পাশাপাশি পাঁচ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।