নয়াদিল্লি: মনিপুর, উত্তরপ্রদেশের শেষ পর্বের নির্বাচনে বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে ট্যুইটারে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তাঁর নিজের কেন্দ্র বারানসী সহ হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যের ৪০টি আসনে এদিন ভোটগ্রহণ চলছে। ট্যুইটারে মোদীর আবেদন, আজ উত্তরপ্রদেশে শেষ দফার নির্বাচন। আমার আবেদন, অবশ্যই নিজের মূল্যবান মতদানের অধিকার প্রয়োগ করুন। পহলে মতদান, ফির জলপান। (আগে ভোট, খাওয়া পরে)।







উত্তরপূর্বের মনিপুরের ভোটদাতাদের প্রতি মোদীর বক্তব্য়, আজ দ্বিতীয় দফার সব ভোটারকে বলছি, বিপুল সংখ্য়ায় বেরিয়ে আসুন, ভোট দিন। মনিপুরে এদিন ভোট চলছে ২২টি আসনে। সেখানে স্টার প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ইবোবি সিংহ। তিনি লড়ছেন থাউবল কেন্দ্রে। তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আফস্পা-বিরোধী আন্দোলনের মুখ মানবাধিকার কর্মী ইরম শর্মিলা।

গত কয়েকদিন উত্তরপ্রদেশে রোড শো-তে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। গতকাল প্রচারপর্ব শেষ হতেই তিনি ফিরে যান নিজের রাজ্য গুজরাতে। গাঁধীনগরের বাইরে রায়াসানে ছোট ভাইয়ের বাড়ি গিয়ে দেখা করেন মা হিরাবার সঙ্গে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কাটান প্রায় ২০ মিনিট। আজ সকালে তিনি পুজো দেন সোমনাথ মন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন মন্দির ট্রাস্টের চেয়ারম্যান  কেশুভাই পটেল, বিজেপি সভাপতি অমিত শাহ।