নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি ধাক্কা খেলেও তা নরেন্দ্র মোদি সরকারের কাজকর্মের ওপর মানুষের রায়ের প্রতিফলন নয় বলে জানিয়ে দিলেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, নির্বাচন হয়েছে প্রতিটি রাজ্যে ক্ষমতাসীন সরকারের পারফরম্যান্সের ওপর, কেন্দ্রের মোদি সরকারকে নিয়ে মানুষ রায় দেননি।
পাশাপাশি তেলঙ্গানায় জোট গড়েও কংগ্রেসের সাফল্য না পাওয়া, কেসিআরের টিআরএসের বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বহাল থেকে যাওয়ার ইঙ্গিতের দিকে নজর টেনে তিনি বলেন, ওখান কংগ্রেস বিরাট পরাজয়ের দিকে এগচ্ছে।
সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সব দলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।
৫ রাজ্যের ভোটগণনার গতিপ্রকৃতি থেকে স্পষ্ট, ছত্তিশগড়, রাজস্থানে দারুণ ফল করছে কংগ্রেস। মধ্যপ্রদেশেও জোর টক্কর চলছে কংগ্রেস, বিজেপির।
মোদি সরকারের কাজকর্মের ওপর মানুষের রায়ের প্রতিফলন নয় ৫ রাজ্যের ফলাফলের ট্রেন্ড, বললেন রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2018 12:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -