নয়াদিল্লি: তাৎক্ষণিক তিন তালাক বেআইনি ঘোষণা করা বিল লোকসভায় পাশ হয়েছে ঠিকই। কিন্তু এতেই থেমে থাকতে চান না মুসলিম মহিলা সমাজকর্মীরা। এবার তাঁরা জয় চান বহু বিবাহ প্রথার বিরুদ্ধে।
তিন তালাক বেআইনি ঘোষণা সংক্রান্ত সরকারি পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাঁরা। কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নন এতে। তাঁদের বক্তব্য, মুসলিম ব্যক্তিগত আইনে সংস্কার আনার বিরাট সুযোগ নষ্ট করল কেন্দ্র, তিন তালাকের সঙ্গে বহু বিবাহও নিষিদ্ধ করা উচিত ছিল তাদের।
রিজওয়ানা ও রাজিয়ার সঙ্গে তিন তালাক নিষিদ্ধকরণের দাবিতে মামলা লড়েছিলেন আইনজীবী ফারাহ নাজ। তাঁর বক্তব্য, মুসলিম মহিলারা বিয়ের ক্ষেত্রে তখনই পুরোপুরি স্বাধীন হবেন, যখন মাথার ওপর স্বামীর একাধিক বিবাহের খাঁড়া ঝুলবে না।
সমাজকর্মী রিজওয়ানা নিজেই বহু বিবাহ প্রথার শিকার। তিনি বলেছেন, তিন তালাক বেআইনি ঘোষণাকে সংস্কার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে দেখা উচিত, সম্পূর্ণ সংস্কার নয়। নিকাহ হালালার মধ্যযুগীয় প্রথা থেকে মুসলিম মেয়েদের উদ্ধার করার সময় এসেছে। তাঁদের আশঙ্কা, তিন তালাক বেআইনি ঘোষণার পর মুসলিম সমাজে বহু বিবাহ এবার কয়েক গুণ বেড়ে যাবে, প্রকাশ্যেই একাধিক বিয়ে করবেন মুসলিম পুরুষরা। আর এই প্রথা বজায় থাকতে তিন তালাক নিষিদ্ধ হলেও খুব বেশি উপকার পাবেন না মুসলিম মেয়েরা।
তিন তালাকে এসেছে জয়, এবার বহু বিবাহ বন্ধ করার আইন চান মুসলিম মহিলারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2017 10:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -