নয়াদিল্লি: ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য এক নয়া নির্দেশিকা জারি করা হল। যাঁদের অ্যাডমিট কার্ডের ছবি স্পষ্ট নয়, তাঁদের আধার কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ জুন এই পরীক্ষা হবে। তার আগে ইউপিএসসি-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আইএএস, আইএফএস এবং আইপিএস অফিসার নিয়োগ করার জন্য প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া হয়। ইউপিএসসি প্রিলিমিনারি, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। সেই পরীক্ষায় অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো পরিচয়পত্র নিয়ে যাওয়া যাবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া যাবে না। এছাড়া ব্যাগ বা অন্য কোনও দামী জিনিসও না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
অ্যাডমিট কার্ডের ছবি স্পষ্ট না হলে ইউপিএসসি পরীক্ষায় আধার কার্ড নিয়ে যাওয়ার নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
28 May 2017 05:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -