বাম শাসনে গরিব আরও গরিবই হবে, মানিক সরকারের কেন্দ্রে নির্বাচনী সভায় হেমা মালিনী
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2018 02:06 PM (IST)
ধানপুর (ত্রিপুরা): ত্রিপুরায় বাম শাসনে 'গরিব শুধু আরও গরিবই হবে' বলে মন্তব্য করে রাজ্যে পরিবর্তন আনতে ভোট দেওয়ার ডাক দিলেন হেমা মালিনী। ১৮ ফেব্রুয়ারি বিধানসভা ভোট ত্রিপুরায়। উত্তরপূর্বের এই রাজ্যে বামেদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতা-নেত্রীরা ঘনঘন নির্বাচনী জনসভা, মিছিল করছেন।
মুখ্যমন্ত্রী মানিক সরকার যে ধানপুর বিধানসভা কেন্দ্রে ১৯৯৮ থেকে পরপর চারবার জিতেছেন, সেখানে দলীয় নির্বাচনী সভায় মথুরার বিজেপি এমপি হেমা বলেন, কেন্দ্রের গরিবমুখী প্রকল্পগুলির লাভ নিজেদের পকেটে পুরেছেন শুধু শাসক সিপিএম ক্যাডাররা। ত্রিপুরার মানুষ উপেক্ষিত থেকে গিয়েছেন। বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিককে ওই কেন্দ্রে জেতানোর ডাক দেন প্রাক্তন বলিউড সুন্দরী। বলেন, এখানে আসার পথে বড় বড় বাড়ি দেখে ভাবলাম, রাজ্যের এই অঞ্চলে লোকজনের সুখ, সমৃদ্ধি হয়েছে। কিন্তু খোঁজখবর করে জানলাম, বেশিরভাগ বাড়িই সিপিএম ক্যাডারদের।
ধানপুরে ৩ কিমি রাস্তা রোড শো-ও করেন হেমা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -