রুদ্রপ্রয়াগ: বুধবার ভোর ৬টা ১০, দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল কেদারনাথ মন্দিরে দরজা। উত্তরাখণ্ডের এই শৈবতীর্থে আজ পুজো হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্য। কেদারনাথের মন্দির কমিটি এবং প্রশাসনের কয়েকজন কর্তাব্যক্তির উপস্থিতিতেই এই পুজোর আয়োজন হয়। নিয়ম অনুযায়ীই হয় রুদ্রাভিষেক এবং আরতি।


আজ কেদারনাথে পুজো উপলক্ষ্যে ভক্তদের উদ্দেশে ট্যুইট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, “আজ কেদারনাথ ধামের দরজা খোলা হয়েছে। সকল ভক্তদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা। প্রার্থনা করি আমরা সকলে যেন সর্বদা শ্রী কেদারনাথজির আশীর্বাদ ধন্য হয়েই থাকি। করোনাভাইরাসের প্রকোপের কারণে আজ নির্দিষ্ট কয়েকজনের জন্যই মন্দির খোলা হয়েছিল। ভগবান কেদারনাথ এই মহামারীর সঙ্গে লড়ার জন্য আমাদের শক্তি দিক। ভগবান শিব সকল ভক্তকে সুস্থ্য রাখুক, সবাইকে সুখী রাখুক এবং পৃথিবীতে আনন্দ বর্ষণ করুক।” এদিন বিশেষ পুজোর কারণে দরজা খোলায় রাত তিনটেয় অনুষ্ঠিত হয় শিবের ‘সমাধি পুজো’-ও।