গোধরা-পরবর্তী সংঘর্ষে অভিযুক্ত ২৮ জনের রেহাই
Web Desk, ABP Ananda | 03 Feb 2017 09:49 PM (IST)
ফাইল ছবি
আমদাবাদ: গুজরাতের গাঁধীনগর জেলায় গোধরা-পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকেই মুক্তি দিল আদালত। প্রমাণের অভাবেই তাঁদের রেহাই দেওয়া হল। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গাঁধীনগরের কলোল তালুকার পলিয়াদ গ্রামে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া এবং হিংসা ছড়ানোর অভিযোগ ছিল এই ২৮ জনের বিরুদ্ধে। এছাড়া একটি ধর্মস্থানেও হামলা চালানোর অভিযোগ ওঠে ২৫০ জনের বিরুদ্ধে। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ৩১ জানুয়ারি কলোলের অতিরিক্ত জেলা বিচারপতি বিডি পটেল তাঁর রায়ে বলেন, সাক্ষীরা আদালতে বলেছেন, হিংসার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারছেন না। প্রমাণের অভাবেই অভিযুক্তদের রেহাই দেওয়া হচ্ছে।