জম্মু: অনন্তনাগে জঙ্গি হামলার পর থেকে অমরনাথ তীর্থযাত্রীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এমনটাই দাবি করলেন আধিকারিকরা।


গত ১০ জুলাই, অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। তাতে ৭ পুণ্যার্থী মারা যান, আহত হন ১৭ জন। সরকারি পরিসংখ্যান বলছে, এরপর ইতিমধ্যেই ৪ হাজার পুণ্যার্থী অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন।


পরিসংখ্যান বলছে, হামলার দিন ২,৪৩০ জন তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশে রওনা দেন। তার পরের দিন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩,২৮৯। ১২ জুলাই ৩,৫০০ জন রওনা দেন। গতকালের সংখ্যা ৩,৭৯১। এদিন ৪,১০৫ জন রওনা দেন অমরনাথের দিকে।


গত ২৮ জুন থেকে শুরু হওয়ার পর থেকে ১৫টি ব্যাচে ৪৬,৬৩০ জন তীর্থযাত্রী জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর এখনও পর্যন্ত ১.৭৭ লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।


সন্ত্রাসের ফলে তীর্থযাত্রীদের মনোবলে যে কোনও চিড় ধরেনি, তার প্রমাণ মিলল তাঁদের কথাতেই। এক পুণ্যার্থী বলেন, জঙ্গি হামলার পর আমার পরিবার আমাকে ফেরত যেতে বলে। কিন্তু, আমি জানিয়ে দিয়েছি, অমরনাথ দর্শন করেই বাড়ি ফিরব। তা সে জীবিত থাকি বা মৃত।


 এদিকে, এদিনই উত্তর কাশ্মীরের বান্দিপোরা থেকে এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানোত সময়ে শাহবাজ রসুল মির নামে ওই জঙ্গিকে জেলার সুম্বল অঞ্চলের মার্কুন্দাল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি চিনা পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি, হ্যান্ড গ্রেনেড, ছুরি।