মুম্বই: ব্যাঙ্ককের ছবি দেখিয়ে তাদের সাফল্য বলে চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। অভিযোগ করল রাজ্য কংগ্রেস। তাদের বক্তব্য, রাজ্য মন্ত্রণালয়ে ব্যাঙ্ককের ছবি সেঁটে ফড়ণবীশ সরকার তা নগরোন্নয়ন দফতরের সাফল্য বলে দাবি করেছে।

কংগ্রেসের বিদ্রূপ, রাজ্যের রাস্তাঘাটের যে শোচনীয় অবস্থা, তাতে পোস্টারে যেমন রাস্তার ছবি দেওয়া হয়েছে, তা এখানে থাকা অসম্ভব। হতে পারে, রাজ্য সরকার এবার ব্যাঙ্কককে মহারাষ্ট্রের অংশ বলে দাবি করবে।

তাদের বক্তব্য, মহারাষ্ট্রের সরকার উন্নয়নের বাজেট কমিয়ে বিজ্ঞাপনে পয়সা খরচে ব্যস্ত। রাজ্যের ঘাড়ে কোটি কোটি টাকা দেনা, অথচ তারা ইচ্ছেমত টাকা উড়িয়ে চলেছে। রাজ্যবাসী আর এই সরকারকে বিশ্বাস করতে রাজি নন।

রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে, যে অ্যাড এজেন্সি ওই পোস্টার ছাপিয়েছে, তারা ভুল করেছে। তাদের দাবি,  বিষয়টির তদন্ত চলছে। রাজ্য সরকারের কাজ নিয়ে ৫০টি প্যানেল তৈরি হয়, সেগুলিরই একটিতে ব্যাঙ্ককের একটি ছোট্ট ছবি ছিল। সেটা প্রতীকী চিত্র, কোনও নির্দিষ্ট রাস্তার কথা বলা হয়নি।