ট্যুইট করেন, এরকম জাল পোস্টার, গুজব ছড়ানো থেকে স্পষ্ট, হার নিশ্চিত বুঝে বিজেপি চরম হতাশায় মরিয়া হয়ে উঠেছে। ওদের এমন নোংরা কৌশল নিতে হল? আমি কোনওদিন মুখ্যমন্ত্রী পদে প্রার্থী ছিলাম না, কখনও হবও না। বিজেপি লোকের নজর নিজেদের গত ২২ বছরের পারফরম্যান্স থেকে বিভেদমূলক অ্যাজেন্ডার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সেজন্যই মিথ্যাচার, প্রোপাগান্ডার ওপরই ওদের ভরসা। কিন্তু গুজরাতের মানুষ এবার মনঃস্থির করে ফেলেছেন।
কংগ্রেসের আরেক শীর্ষ নেতা আরপিএন সিংহ বলেন, আমরা আহমেদ পটেল মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণা করে কংগ্রেসের নামে গুজরাতের নানা স্থানে ব্যানার দেখেছি। গণতন্ত্রে রাজনীতির নির্দিষ্ট মান আছে। রাহুল গাঁধী, কংগ্রেস কখনই তার নীচে নামেন না। বিরোধী দলের পোস্টার ছড়িয়ে আহমেদ পটেল আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া, এসব ঠিক নয়। কংগ্রেস রাজ্যে সরকার গড়লে সেখানে আহমেদ পটেল থাকবেন না। উনি নিজেও এটা বলেছেন। তবে আমি জানিয়ে দিতে চাই, নকল পোস্টার মারার এহেন রাজনীতি করে সুবিধা করা যাবে না কারণ গুজরাতের মানুষ বুদ্ধিমান, সব বোঝেন।