হায়দরাবাদ: মোবাইল ফোনের টর্চের আলোয় অস্ত্রোপচার! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশের গুন্টুরের সরকারি হাসপাতালে। অস্ত্রোপচার চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই কাজ করতে বাধ্য হন সংশ্লিষ্ট চিকিৎসক। অস্ত্রোপচারটি অবশ্য নির্বিঘ্নেই শেষ হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, যে মহিলার অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ বিভ্রাট হয়, তাঁর নাকে কুকুর কামড়েছিল। সেই কারণে প্লাস্টিক সার্জারি করার দরকার হয়। অস্ত্রোপচার করছিলেন ড. সুনীতা। সেই সময়ই বিদ্যুৎ বিভাগের কর্মীরা রক্ষণাবক্ষণের কাজ করছিলেন। সেই কাজের সময় একটি ফিউজ উড়ে যাওয়ায় অপারেশন থিয়েটারের আলো নিভে যায়। চার-পাঁচ মিনিট বিদ্যুৎহীন ছিল অপারেশন থিয়েটার। সেই সময় এক ব্যক্তি মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ধরে রাখেন এবং দুই নার্সের সাহায্যে অস্ত্রোপচার চালিয়ে যান চিকিৎসক।
হাসপাতালের সুপার ড. ডি এস রাজন্যক বলেছেন, ‘গুন্টুর হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিরল ঘটনা। অপারেশন থিয়েটারে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কেন বিভ্রাট হল, সেটা বোঝা যাচ্ছে না। প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ড. সুনীতা সেই পরিস্থিতিতে যেটা করা দরকার ছিল সেটাই করেন।’
এদিকে, এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে ধর্ণায় বসেন ওয়াইএসআর কংগ্রেসের কর্মীরা।
অস্ত্রোপচার চলাকালীন বন্ধ হয়ে গেল বিদ্যুৎ সংযোগ, মোবাইলের টর্চের আলোয় কাজ চিকিৎসকের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2018 05:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -