দরিদ্র পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সংযোগ ,২০১৯-র মার্চের মধ্যে ২৪X৭ বিদ্যুৎ, লক্ষ্য কেন্দ্রের
ABP Ananda, web desk
Updated at:
25 Sep 2017 08:11 PM (IST)
নয়াদিল্লি: সৌভাগ্য প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এজন্য মোট ব্যয় হবে ১৬,৩২০ কোটি টাকা। এই ব্যয়ের বেশিরভাগটাই বহন করবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজ এই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রতিটি ঘরে সুলভে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌভাগ্য প্রকল্পের সূচনা করেন।
কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী আর কে সিংহ জানিয়েছেন, ২০১৮-র ডিসেম্বরের মধ্যেই দেশের সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। বিদ্যুতহীন গ্রামগুলিতে বিদ্যুৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওযার ক্ষেত্রে প্রি-পেড মডেল গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেছেন, সমস্ত গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার জন্য আগামী বছরের ১ মে পর্যন্ত সময়সীমা ধার্য করেছে সরকার। একইভাবে ২০১৯-র মার্চের মধ্যে ২৪X৭ বিদ্যুৎ সংযোগ দেওয়ারও লক্ষ্য নেওয়া হয়েছে।
সিংহ বলেছেন, প্রধানমন্ত্রী ২০১৮-র ডিসেম্বরকে লক্ষ্য ধরতে বলেছেন। আমরা এরমধ্যেই লক্ষ্য পূরণ করব।২০১৮-র ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -