নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে মামলা বণ্টনের ক্ষেত্রে বিচারপতিদের উপর খবরদারি করার অভিযোগ আনলেন চার বিচারপতি। বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি ক্যুরিয়েন জোসেফের দাবি, প্রধান বিচারপতি মামলা বণ্টনের বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু তিনি সমান ক্ষমতাযুক্ত কয়েকজন ব্যক্তির মধ্যে প্রথম। তার বেশিও নন, কমও নন।
২০১৭ সালে সুপ্রিম কোর্টের যে কর্মপদ্ধতি ঠিক হয়েছে, প্রধান বিচারপতির নির্দেশে রেজিস্ট্রার (বিচার বিভাগ) মামলা বণ্টন করেন। বেঞ্চগুলিকে কাজের দায়িত্ব দেওয়ার বিষয়ে সাধারণ বা বিশেষ নির্দেশ দিতে পারেন প্রধান বিচারপতি। কোনও একটি বেঞ্চকে মামলার দায়িত্ব দেওয়া না গেলে অন্য বেঞ্চকে সেই দায়িত্ব দিতে হবে। মামলা বণ্টনের ক্ষেত্রে নির্দেশ বদল বা সংশোধন করার জন্য রেজিস্ট্রারকে (বিচার বিভাগ) নির্দেশ দিতে পারেন প্রধান বিচারপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেছেন, সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী এমন অনেক রায় আছে, যেখানে দেখা গিয়েছে, প্রধান বিচারপতিই অন্যান্য বিচারপতিদের মধ্যে মামলা বণ্টন করেন। কিন্তু এমন কোনও নথি নেই, যেখানে দেখা যাচ্ছে, প্রধান বিচারপতি মামলা বণ্টন করেন। তিনি রিট পিটিশন, ফৌজদারি বা দেওয়ানি আপিল, আপিলের ক্ষেত্রে বিশেষ অবকাশ, জনস্বার্থ মামলা, রিভিউ পিটিশন সহ বেশ কিছু মামলার বিচার করার অধিকারী।
মামলা বণ্টন করার অধিকার থাকলেও, খবরদারি করতে পারেন না প্রধান বিচারপতি, দাবি বিচারপতিদের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2018 09:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -