চেন্নাই: এবার মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা পেতে চলেছে দক্ষিণী ছবি "বাহুবলী"-র অভিনেতা প্রভাসের মোমের মূর্তি। প্রভাসই প্রথম দক্ষিণ ভারতীয় তারকা, যাঁর মোমের মূর্তি বসতে চলেছে যাদুঘরে।

"বাহুবলী"-র পরিচালক এসএস রাজামৌলি টুইটারে এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী বছরই মার্চ মাসে ব্যাঙ্ককে মূর্তিটি উদ্বোধন করা হবে।



প্রসঙ্গত, ২০০২ সালে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন প্রভাস। প্রথম ছবি "এশ্বর"। তামিল ছবিতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন প্রভাস। কিন্তু গতবছর "বাহুবলী: দ্য বিগিনিং" মুক্তির পর তাঁর জনপ্রিয়তা দেশের চৌহদ্দি পেরিয়েছে। উল্লেখ্য, আগামী বছর ২৮ এপ্রিল মুক্তি পাবে "বাহুবলী"র দ্বিতীয় পর্ব- "বাহুবলী: দ্য কনক্লুসন"

এর আগে মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, হৃত্বিক রোশন, করিনা কপূর খান, মাধুরী দীক্ষিত এবং ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি।