কোচি: তিন তালাক নিয়ে সারা দেশে বিতর্কের ঝড়। এই বিতর্কিত প্রথার অবসানের পক্ষে এবার সওয়াল করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, এতে ক্ষতি হচ্ছে মেয়েদেরই।

নাইডু বলেন, ল কমিশন এবং সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথা ইস্যুতে জনমত জানতে চেয়েছিল। আলোচনার পর সরকার জানায় এই প্রথা মহিলাদের স্বার্থবিরোধী। এটির অবসান হওয়া উচিত। নাইডু আরও বলেন, এটা সরকারেরই মত। আমরা আলাদা করে কোনও বাধা দিচ্ছি না। তবে আমাদের কাছে পরিস্কার যে, এই প্রথায় ক্ষতিই হয় মেয়েদেরই।

প্রসঙ্গত, বেশ কিছু মুসলিম সংগঠন এবং মুসলিম নেতারা জানান, শারিয়ৎ আইন বদলানো যাবে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড জাফারিয়াব জিলানির দাবি, ৯০ শতাংশ মুসলিম মহিলা শরিয়ৎ আইন সমর্থন করেন। এরই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন নাইডু।

গত ৭ অক্টোবর এই প্রথার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।