তিরুঅনন্তপুরম: যোগাসন কোনও ধর্মের অঙ্গ নয়। মুক্ত ও ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে যোগাসনের চর্চা করা উচিত। এমনই মন্তব্য করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেছেন, ‘কিছু মানুষ স্তোত্র উচ্চারণ করে যোগাসনকে নিজেদের বলে চালাতে চাইছে। এই স্তোত্রগুলির আগে থাকতেই যোগাসনের অস্তিত্ব ছিল।’


তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে রাজ্যজুড়ে যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়া রাজ্যপাল পি সত্যশিবমও রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনও অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।

বিজয়ন বলেছেন, রাজ্যের সব স্কুলে যাতে যোগাসন প্রশিক্ষণ দেওয়া হয়, শীঘ্রই তার ব্যবস্থা করা হবে। যোগাসনের বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যোগাসনের সঙ্গে ধর্মকে যুক্ত করার প্রচেষ্টা রুখতে হবে।