মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ-র ‘সম্পদ’। কিন্তু তাঁর ভাবমূর্তি নষ্ট করবে শহিদ সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস) প্রধান হেমন্ত কারকারে সম্পর্কে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিতর্কিত মন্তব্য। মোদি যেখানে জাতীয়তাবাদ সম্পর্কে দেশবাসীর শ্রদ্ধাবোধ জাগাতে সেনা জওয়ানদের অবদান, বলিদানের উল্লেখ করে থাকেন, সেখানে ‘শহিদদের অবদানকে দেশবিরোধী বলাটা তাঁর ইমেজের ক্ষতি করবে’ বলে দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলেছে শিবসেনা।
সম্প্রতি ভোপাল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাওয়া স্বাধ্বী প্রজ্ঞা দাবি করেন, তাঁকে ‘নির্যাতন করায়’ তাঁর দেওয়া ‘অভিশাপে’ই ২৬/১১র মুম্বই হামলায় মরতে হয় কারকারেকে।
শিবসেনা বলেছে, তারা কারকারে সম্পর্কে প্রজ্ঞার মন্তব্য সমর্থন না করলেও মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তের সময় তাঁর পক্ষ নিয়েছিল। উদ্ধব ঠাকরের দল বলেছে, হিন্দুদের অপমান করা উচিত নয়, ‘হিন্দু সন্ত্রাসবাদ’ কথাটায় গুরুত্ব দেওয়া চলবে না, এটাই আমাদের নীতি। আমরা তখন রাজনৈতিক চাপে তদন্ত হচ্ছে বলে জানিয়েছিলাম, একমাত্র ‘সামনা’-ই খোলাখুলি প্রজ্ঞা ও (মামলার অপর অভিযুক্ত) লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতকে সমর্থন করেছিল, তাঁদের পক্ষে লড়েছিল।
কারকারে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বুলেট বুক পেতে নিয়ে দেশের জন্য প্রাণ দেন, পরে তাঁকে মরণোত্তর অশোক চক্র দেওয়া হয় বলেও উল্লেখ করেছে শিবসেনা। বলেছে, এমন একজনকে দেশবিরোধী বলা নিন্দনীয়, দেশের সব শহিদের অপমান।
এদিকে লোকসভা নির্বাচনে রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে অসংসদীয় কথাবার্তা প্রসঙ্গে শিবসেনা বলেছে, কাকে রাখবেন, কাকে ফেলে দেবেন, সেটা ঠিক করবেন জনগণ। কেউ যেন এটা ধরে না নেন যে, মানুষকে তারা পকেটে পুরে রেখেছেন।