Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
১৯৮৪ ও ভাগলপুর হিংসার প্রসঙ্গ উল্লেখ করে জাভড়েকরের দাবি, কংগ্রেস ঘোরতর সাম্প্রদায়িক দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2018 03:24 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস ‘মুসলিমদের পার্টি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এমন মন্তব্য করেছেন বলে বিশেষ কিছু মহলে দাবি করা হচ্ছে। যদিও কংগ্রেস সরাসরি এই খবর খারিজ করে দিয়েছে। কিন্তু সেই মন্তব্য নিয়েই এবার কংগ্রেস সভাপতিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাংবাদিক বৈঠকে জাভড়েকরের অভিযোগ, কংগ্রেস ঘোরতর সাম্প্রদায়িক পার্টি। এই দলই ১৯৮৪-তে শিখদের এবং ভাগলপুরে মুসলিমদের হত্যা করেছে। কংগ্রেসের তোষণের রাজনীতি দেশের বড় ক্ষতি করেছে।
জাভড়েকর বলেছেন, ‘১৯৮৪-র নরসংহারই হোক, ভাগলপুর দাঙ্গাই হোক বা শাহবানুর ঘটনা, কংগ্রেস সবক্ষেত্রেই সাম্প্রদায়িক ভাবনাচিন্তার কাছে আত্মসমর্পণ করেছে এবং সংবিধানেরও বদল ঘটিয়েছে। এর থেকে স্পষ্ট, কংগ্রেস একটি ঘোরতর সাম্প্রদায়িক দল’।
উল্লেখ্য, রাহুল কংগ্রেসকে মুসলিমদের পার্টি বলেছেন বলে যে খবর রটেছে, তা সরাসরি খারিজ করে দিয়েছে দল। কিন্তু এ নিয়ে কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম জাভেদের বিবৃতির পর ফের রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে।
নাদিম জাভেদ বলেছেন, ‘কংগ্রেস মুসলিমদের দল, কেননা তারা দুর্বল। এতে ভুলটা কোথায়। সাচ্চার কমিটির রিপোর্টের কথা কি আমরা ভুলে গিয়েছি। ওই রিপোর্টে বলা হয়েছিল, মুসলিমদের অবস্থা দলিতদের থেকেও খারাপ। দেশের অগ্রগতি কোনও একটি গোষ্ঠীর অগ্রগতির ভিত্তিতে হতে পারে না। দেশকে সুপারপাওয়ার হতে হলে এবং দুনিয়ার উন্নত দেশগুলির সমান হয়ে উঠতে দুর্বল গোষ্ঠীগুলির কথাও বলতে হবে। আমাদের মুসলিমদের ইস্যুগুলি ওঠাতে হবে’।
নাদিম জাভেদ বলেছেন, কংগ্রেস বরাবরই সমাজের দুর্বল অংশের দল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -