শর্ত ভাঙায় প্রকাশ ঝা-র মলের লিজ বাতিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2016 03:51 PM (IST)
পটনা: লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে চিত্র পরিচালক প্রকাশ ঝা-র মালিকানাধীন পি এ্যন্ড এম মলের লিজ বাতিল করল বিহার সরকার। পটনার পাটলিপুত্র ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত মলটি ২০১১ সালে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৫৮ হাজার ৩০০ বর্গফুট জমির ওপর তৈরি মলটিতে রাজ্যের প্রথম মাল্টিপ্লেক্স রয়েছে, আছে একাধিক বহুজাতিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমও। আজ রাজ্যের শিল্পমন্ত্রী জয় কুমার সিংহ বলেন, বিহার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি ওই মলের জমি বরাদ্দ করেছিল। এবার সেই বরাদ্দের বিষয়টি রিভিউ করে দেখা গিয়েছে, পি এ্যন্ড এম মল সহ প্রায় ১০০টি জায়গা পাওয়া সংস্থা লিজের শর্ত পূরণ করেনি। তাই তাদের লিজ বাতিল করেছে অথরিটি। ঝা-এর মল সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অন্যদের সাব লিজ দেওয়া জমির ওপর রাজ্য সরকারি কোষাগারে ১০ শতাংশ সার্কল রেট দেওয়ার কথা তাদের। অথরিটির হিসাবে সাব লিজ বাবদ সার্কল রেট পেমেন্টের আওতায় তাদের কাছে ২ কোটি ৬০ লক্ষ টাকা পায় রাজ্য সরকার। কিন্তু তারা দিয়েছে মাত্র ৪০ লক্ষ টাকা! মলের লিজ বাতিল হওয়ায় প্রকাশ ঝা-র ব্যবসায়িক স্বার্থ ধাক্কা খেল। গত লোকসভা ভোটে জেডি (ইউ)-র টিকিটে বেতিয়া থেকে ভোটে লড়েও হেরে যান তিনি।