পাশাপাশি নরেন্দ্র মোদীর কণ্ঠেও শোনা গেল, রাষ্ট্রনেতা প্রণব সম্পর্কে আলাদা অনুভূতির কথা। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি: আ স্টেটসম্যান বইটির উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি ভাগ্যবান, কারণ দিল্লিতে সরকার গড়ার সময় প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরার সুযোগ পান তিনি। গত ৩ বছরে তাঁদের মধ্যে এমন কোনও সাক্ষাৎ হয়নি, যখন রাষ্ট্রপতি তাঁর সঙ্গে নিজের বাবার মত আচরণ করেননি।
রাষ্ট্রপতি নিজেও প্রধানমন্ত্রীর প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা ও গুণগ্রাহিতা প্রকাশ করেন। জানান, নানা ইস্যুতে দুজনের মধ্যে মতপার্থক্য হয়েছে কিন্তু একসঙ্গে কাজ করতে কখনও অসুবিধে হয়নি তাঁদের।
দৃশ্যতই আবেগাপ্লুত প্রধানমন্ত্রী বলেন, একজন বাবা যেমন ছেলের যত্ন নেন, ঠিক সেভাবেই রাষ্ট্রপতি মুখোপাধ্যায় তাঁকে সব বিষয়ে পথ দেখিয়েছেন। তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখা, বিশ্রাম নিতে বলা, কাজ কম করতে পরামর্শ দেওয়া- সব কিছুতেই তিনি ছিলেন স্নেহশীল অভিভাবকের মত। এমনকী উত্তরপ্রদেশ ভোটের সময়েও প্রণব তাঁকে বলেন, জয় পরাজয় তো লেগেই থাকে. তা বলে স্বাস্থ্যের খেয়াল রাখবেন না? রাষ্ট্রপতি হিসেবে এই উদ্বেগ দেখানো তাঁর কাজের অংশ ছিল না কিন্তু তাঁর মধ্যে থাকা মানুষ এক বন্ধুর ভালমন্দের খবর রাখতে চাইত।