লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Sep 2020 03:21 PM
গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে।

দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের। করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতির। পিপিই পরে আচারবিধি সারলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। করোনা বিধি মেনে প্রয়াত নেতার দেহ রাজারি মার্গের বাসভবন থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে লোধি রোড শ্মশানে ।
সমগ্র দেশ আজ চিরবিদায় জানাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তাঁর বাসভবনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি শেষশ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষও।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অন্তিম শ্রদ্ধা নিবেদন করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা নিবেদন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা নিবেদন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অন্তিম শ্রদ্ধা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাজাজি মার্গের বাসভবনে গিয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী।
রাজাজি মার্গের বাসভবনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাসভবনে তাঁর অন্তিম শ্রদ্ধা নিবেদন করলেন বায়ুসেনা প্রধান আর কে ভাদৌরিয়া।
সেনা হাসপাতাল থেকে বের করা হল প্রণব মুখোপাধ্যায়ে মরদেহ। নিয়ে যাওয়া হল রাজাজি মার্গের বাসভবনে। সেখানে অন্তিম দর্শনের জন্য অপেক্ষায় ছিলেন অনেক রাজনৈতিক নেতা ও পরিবারের লোকজন। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত তাঁর পার্থিব দেহ জনসাধারণের অন্তিম দর্শনের জন্য রাখা হবে।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কাছে পাঠানো শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী লিখেছেন, ‘পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য এবং উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কী ভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন। যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমতনির্বিশেষে সকল সহকর্মীর সঙ্গে তাঁর হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গিয়েছেন। গত ৫০ বছরে তাঁর জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি— ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত ভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে কাজ করার। তাঁর কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং সর্বদা তাঁর স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন বিদেশ দফতর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোক ব্যক্ত করে বলেছে, ‘ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়’।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আজ শেষকৃত্য। সকাল ৮টায় সেনা হাসপাতাল থেকে বের হবে মরদেহ। নিয়ে যাওয়া রাজাজি মার্গের বাসভবনে। সেখানেই দু’ ঘণ্টা শায়িত থাকবে মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই শেষ শ্রদ্ধাজ্ঞাপন। সকাল সাড়ে ৯টায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সকাল ১০টায় বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজাজি মার্গের বাসভবনে যাবেন সনিয়া, রাহুলও। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর গান স্যালুট। দুপুর ২টোয় লোধি এস্টেটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রয়াত ভারতীয় রাজনীতির চাণক্য। ৭দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। কাল শেষকৃত্য। দিল্লির বাসভবনে ২ ঘণ্টা থাকবে মরদেহ। লোধী এস্টেটে শেষকৃত্য। অস্থি বিসর্জন হরিদ্বারে।
ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশ এক বুদ্ধিদীপ্ত নেতাকে হারাল। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।
আগামীকাল সকাল ১০ টায় প্রণব মুখোপাধ্যায়ের পার্থিব শরীর তাঁর বাসভবনে নিয়ে আসা হবে। সেখানে অন্তিম দর্শনের জন্য তাঁর দেহ শায়িত থাকবে। কোভিড প্রোটোকল অনুযায়ী, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ট্যুইট- গভীর দুঃখ নিয়ে লিখছি। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন। একটা যুগের অবসান। দীর্ঘ কয়েক দশক ছিলেন পিতৃপ্রতিম ব্যক্তিত্ব। প্রথমবার সাংসদ হওয়ার পর থেকে মন্ত্রিসভায় আমার সিনিয়র হওয়া ও আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর রাষ্ট্রপতি হওয়া..প্রচুর স্মৃতি ভিড় করে রয়েছে। প্রণবদা থাকবেন না, এমন অবস্থায় দিল্লি যাত্রা অকল্পনীয়। রাজনীতি থেকে অর্থনীতি, সমস্ত বিষয়ে তিনি ছিলেন কিংবদন্তী। চিরকৃতজ্ঞ থাকব। খুবই অভাব অনুভব করব। অভিজিৎ ও শর্মিষ্ঠাকে আমার সান্ত্বনা।
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে কেন্দ্র সরকার সাতদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে বলেছেন, দেশ এক উজ্জ্বল রাজনৈতিক নক্ষত্রকে হারাল। উপরাষ্ট্রপতির সচিবালয়ের ট্যুইটে বলা হয়েছে, তাঁর প্রয়াণে দেশ এক প্রবীণ রাজনৈতিক নেতাকে হারাল। সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের কঠোর পরিশ্রম, অনুশাসন ও আত্মনিবেদনের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছিলেন তিনি।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির। ট্যুইট করে তিনি বলেছেন, নেপাল একজন ভালো বন্ধুকে হারাল। ভারত ও নেপালের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শোকপ্রকাশ করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর ট্যুইট-
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের দুর্ভাগ্যজনক খবরে শোকাহত সমগ্র দেশ। সমগ্র দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি। পরিবার ও পরিজনদের সুগভীর সমবেদনা জানাই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত। তিনি ছিলেন সুগভীর অভিজ্ঞতার অধিকারী। চূড়ান্ত দায়বদ্ধতার মাধ্যমে দেশের সেবা করেছেন। প্রণবদার উজ্জ্বল রাজনৈতিক জীবন সমগ্র দেশের কাছেই গর্বের।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াত হওয়ার খবর শুনে তিনি মর্মাহত। তাঁর দেহাবসান একটি যুগের সমাপ্তি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিবার পরিজন ও সমস্ত দেশবাসীর প্রতি শোক ও সমবেদনা ব্যক্ত করেছেন কোবিন্দ। তিনি বলেছেন, অসাধারণ বিবেকবান ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় ছিলেন ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন। দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি অনেক উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সর্বদা মাটির কাছাকাছি ছিলেন তিনি। সৌজন্যতা ও মিশুক স্বভাবের জন্য রাজনৈতিক মহলে তিনি ছিলেন জনপ্রিয়।
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে বলেছেন, দেশের উয়ন্নণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সুপণ্ডিত ও রাজনৈতিক জগতের স্তম্ভস্বরূপ। রাজনৈতিক জগতে দলমত নির্বিশেষে ও সমাজের সর্বস্তরের মানুষের কাছ তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ৯ অগাস্ট  শৌচাগারে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তারপর থেকে দিল্লির সেনা হাসপাতালে  চিকিত্সাধীন  ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানেই এদিন প্রয়াত হলেন  তিনি।

১০ তারিখ দিল্লি ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন প্রণব। পড়ে গিয়ে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে, তারপর ধরা পড়ে করোনা। এরপর ফুসফুসে সংক্রমণ হয়, কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়। কিন্তু তারপর থেকে কোমায় ছিলেন প্রণব।

ভারতের এই প্রবীণ ও বিচক্ষণ নেতার প্রয়াণে শোকের ছায়া সমগ্র দেশজুড়ে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.