নয়াদিল্লি: আরএসএস-এর অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যাওয়া এবং ভাষণ দেওয়াকে ‘আমাদের দেশের সমকালীন ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে উল্লেখ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তিনি বলেছেন, ‘কংগ্রেসের সঙ্গে কয়েক দশক ধরে যুক্ত থাকার পরেও আরএসএস প্রধান মোহন ভাগবতের আমন্ত্রণ গ্রহণ করে প্রশংসনীয় কাজ করেছেন প্রণব মুখোপাধ্যায়। তাঁকে আমন্ত্রণ জানিয়ে ভাগবতও ভাল করেছেন। তাঁদের দু’জনের বক্তব্যেই ঐক্য ও অনুরণন ছিল। তাঁরা ভারতের প্রয়োজনীয় ঐক্যের কথা তুলে ধরেছেন। যে ঐক্য বিশ্বাসের বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল। ভারতীয় জাতীয়তাবাদের মহান ধারণা ও আদর্শ তুলে ধরেছেন প্রণব। পারস্পরিক সম্মান বজায় রেখে অকপটে এই ধরনের আলোচনা নিশ্চিতভাবেই সহিষ্ণুতা, সাদৃ্শ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করবে। এর মাধ্যমে আমাদের স্বপ্নের ভারত গড়ে উঠবে।’


আরএসএস-এর এই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করে কংগ্রেস নেতাদের সমালোচনার মুখে পড়েন প্রণব। অনেকেই তাঁকে এই অনুষ্ঠানে না যাওয়ার আর্জি জানান। প্রণব অবশ্য কারও আপত্তিতে কান না দিয়ে নাগপুরে যান। তাঁর বক্তব্য পেশের পর অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে। কংগ্রেস নেতারা এখন তাঁর বক্তব্যকে হাতিয়ার করে আরএসএস-কে আক্রমণ করছেন। আডবাণী অবশ্য প্রণব ভাগবত দু’জনেরই বক্তব্যের প্রশংসা করেছেন।