নয়াদিল্লি: অরবিন্দ কেজরীবালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পঠানকোট হামলার তদন্তে ভারতে পাকিস্তানের যৌথ তদন্ত দলকে আসার অনুমতি দেওয়াকে ইস্যু করে গতকাল ট্যুইটে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ  করে তাঁকে আইএসআইয়ের সঙ্গে জড়িয়ে দিয়েছেন কেজরীবাল সরকারের মন্ত্রী কপিল মিশ্র। সেজন্যই পাল্টা কেজরীবালের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।


 

গতকাল ট্যুইটে দিল্লির ওই মন্ত্রী পাক তদন্ত দলকে পঠানকোটে গত জানুয়ারির হামলাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে কটাক্ষ করেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কি আইএসআই এজেন্ট? প্রধানমন্ত্রী ভারতবিরোধী শক্তির কাছে মাথা নোয়াচ্ছেন। এটা খুব সিরিয়াস ব্যাপার।

 



এ নিয়ে আজ তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে প্রসাদ বলেন,  আমরা এর কঠোর নিন্দা করছি। দাবি করছি, নিজের মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন, কদর্য, লজ্জাজনক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান কেজরীবাল। এও বলেন, নির্লজ্জতার মাত্রা ছাড়ানো মন্তব্য করেছেন মিশ্র। স্বাধীনতার পর থেকে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করেননি কোনও মন্ত্রী।

 

দিল্লির আপ সরকারের সমালোচনায় তিনি এও বলেন, একদিকে দিল্লি সরকার কেন্দ্রের সহযোগিতা ‘প্রত্যাশা করে’, কিন্তু ওদের মন্ত্রীরাই আবার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন ‘অশালীন,  নিন্দনীয় ভাষায় কথা বলেন’!

তিনি কেন্দ্রের মন্ত্রী না বিজেপি নেতা হিসাবে কেজরীবালের ক্ষমাপ্রার্থনার দাবি করছেন, প্রশ্ন  করা হলে প্রসাদ বলেন, আমি আমার প্রধানমন্ত্রীর হয়ে কথা বলছি।