নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার আয়কর আইন সংশোধন করে কালো টাকার মালিকদের হাতেই তাদের বেআইনি অর্থ ফেরাতে সাহায্য করছে বলে রাহুল গাঁধী অভিযোগ তোলায় তাঁকে পাল্টা দুষলেন  রবিশংকর প্রসাদ। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী বলেন, কংগ্রেস সহ সভাপতি সংসদের ভিতরে কথাটা বলুন না!


রাহুল এদিন সংসদের বাইরে বলেন, গতকাল লোকসভায় গৃহীত আয়কর আইন সংশোধনীর ফলে কালো টাকার কারবারীদেরই সুবিধা হবে। তারা ব্যাঙ্কে জমা দেওয়া হিসাববহির্ভূত অর্থের অর্ধেক ফেরত পেয়ে যাবে।


উল্লেখ্য, গতকাল অনুমোদিত আয়কর আইন (দ্বিতীয় সংশোধনী)বিলে নোট বাতিল হওয়ার পর জমা দেওয়া কালো টাকার ওপর সারচার্জ, জরিমানা সমেত ৫০ শতাংশ কর দিয়ে বেআইনি অর্থ আইনি করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।


কংগ্রেস সহ সভাপতির বক্তব্যের জবাবে রবিশংকর প্রসাদ বলেন, রাহুল গাঁধী এসব তো সংসদের ভিতরেও বলতে পারেন। কেন উনি বিতর্ক থেকে পালাচ্ছেন? উনি যদি বিবৃতি পাঠ করতে স্বচ্ছন্দ বোধ করেন, তাও করতে পারেন। কিন্তু এতগুলি দিন কেটে যাওয়ার পর আজ ওরা সংসদে ঢুকলেন, বেরলেন, আবার এলেন। ওরা বিতর্কে না বিতর্কের নিয়মে আগ্রহী?


উল্লেখ্য কংগ্রেস সহ বিরোধীরা গোটা নোট বাতিল বিতর্কের সময় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থাকতে হবে বলে দাবি তুলেছে। তারা রুল ৫৬-র আওতায় বিতর্ক চাইছে, যাতে ভোটাভুটি করা যাবে। তবে বিরোধীদের এই দাবি সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন রবিশংকর প্রসাদ। তিনি বলেছেন, ভোটাভুটির দাবি প্রসঙ্গে বলতে চাই, দেশবাসীর রায় তো দেখাই যাচ্ছে। গুজরাতে বিজেপি বিপুল সাফল্য পেয়েছে। মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ-সর্বত্র বিজেপি হাওয়া। বাংলা, ত্রিপুরায় ওরা হেরেছে। সুতরাং সংসদে আসুন, বিতর্কে যোগ দিন।