নয়াদিল্লি: শ্রীকৃষ্ণ লেজেন্ডারি ইভটিজার ছিলেন। আর রোমিও তো শুধু একজন মেয়েকেই ভালবেসেছিল। অ্যান্টি রোমিও স্কোয়াড কেন, মহিলাদের উত্যক্তকারীদের ঠেকাতে রাস্তায় নামা স্কোয়াডের নাম তাহলে তো রাখা উচিত অ্যান্টি কৃষ্ণ স্কোয়াড। এমনই টুইট করে বিতর্ক ডেকে এনেছেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে।

দেখুন প্রশান্তের সেই টুইট



ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দিল্লিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন বিজেপির এক স্থানীয় নেতা। কংগ্রেসও এফআইআর করেছে লখনউতে। পরিস্থিতি বেগতিক দেখে টুইটারে তাঁর মন্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা করেছেন প্রশান্ত ভূষণ। দাবি করেন, তাঁর টুইট বিকৃত করে দেখানো হচ্ছে। তিনি শুধু বলতে চান, রোমিও ব্রিগেডের লজিকে তো শ্রীকৃষ্ণকেও ইভ টিজার মনে হবে।



কিন্তু তাতে বরফ গলেনি। উত্তরপ্রদেশ সরকার তাঁর বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে। পথে নেমেছে ধর্মীয় সংগঠনগুলিও।