নয়াদিল্লি: অবশেষে দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। একইসঙ্গে দলের অন্যতম শীর্ষ নেতা পবন ভার্মার বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে জেডিইউ। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দলের প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের জেরেই প্রশান্ত কিশোর ও পবন ভার্মাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জেডিইউ। দলবিরোধী কাজের অভিযোগে এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল।
এর আগে প্রশান্ত কিশোর প্রকাশ্যে দলের প্রধান নীতীশ কুমারকে নিশানা করেন প্রশান্ত কিশোর। বিভিন্ন ইস্যুতে নীতীশ কুমারের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন প্রশান্ত।

প্রশান্ত কিশোরে টুইট করে বলেছিলেন, ‘আমাকে আপনি কেন ও কী ভাবে জেডিইউ-তে এনেছিলেন, তা নিয়ে মিথ্যা বলতে গিয়ে কতটা নীচে নামলেন। আমাকে আপনার মতো করে দেখানোর এ এক দুর্বল চেষ্টা।’
সম্প্রতি সিএএ নিয়ে নীতীশের সঙ্গে সংঘাত বাড়ছিল প্রশান্ত কিশোরের। নীতীশ গতকাল বলেছিলেন, অমিত শাহর অনুরোধে তিনি প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন। নীতীশের এই মন্তব্যের জবাবেই ওই ট্যুইট করেছিলেন 'ভোট-কৌশলী' প্রশান্ত কিশোর। তিনি অমিত শাহরও সমালোচনা করেছিলেন।
পবন ভার্মার সঙ্গেও সিএএ ইস্যুতে দলের সংঘাত বেধেছিল।

জেডিইউ এক বিবৃতিতে বলেছে, এই দুই নেতা দলের সিদ্ধান্ত ও কার্যাবলীর বিরুদ্ধে কাজ করছিলেন, যা শৃঙ্খলাভঙ্গের সামিল। বিহারের মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য ব্যবহারের অভিযোগও জেডিইউ করেছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে।

দলের এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশান্ত কিশোর নীতীশ কুমারকে ধন্যবাদ জানালেন। তাঁর ট্যুইট, ‘ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বহাল থাকার জন্য আপনাকে আমার শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুন’।