পদ্মাবৎ বিতর্ক: করণী সেনার হুমকির জেরে জয়পুর সাহিত্য উৎসবে যাচ্ছেন না প্রসূন জোশী
Web Desk, ABP Ananda | 27 Jan 2018 04:44 PM (IST)
জয়পুর: পদ্মাবৎ নিয়ে বিতর্কের জেরে করণী সেনার হুমকির পরিপ্রেক্ষিতে জয়পুর সাহিত্য উৎসবে যাচ্ছেন না সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশী। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি এ বছর জয়পুর সাহিত্য উৎসবে যাব না। এই অনুষ্ঠানের যাতে কোনওরকম মর্যাদাহানি না হয়, আয়োজক, অন্যান্য সাহিত্যিক ও এই উৎসবে যোগ দিতে আসা মানুষকে যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই সাহিত্যপ্রেমীরা বিতর্কের বদলে সৃষ্টির দিকে মন দিন। এবার আমি সাহিত্য ও কবিতাপ্রেমীদের সঙ্গে দারুণ মুহূর্ত কাটানোর সুযোগ পাব না।’ সম্প্রতি করণী সেনা হুমকি দেয়, জোশী রাজস্থানে এলে তাঁর উপর হামলা চালানো হতে পারে। এই হুমকির পর জোশীকে ‘জেড’ স্তরের নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়। তবে তারপরেও জয়পুরে যাচ্ছেন না জোশী। তিনি পদ্মাবৎকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবের নিন্দা করে বলেছেন, ‘পদ্মাবতের বিষয়ে আমি সংবেদনশীল ও ভারসাম্যযুক্ত সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা ও সমাজের কথা মাথায় রেখেই ছবিটিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা দুঃখজনক যে আমরা শান্তিপূর্ণ আলোচনার উপর ভরসা রাখছি না। পরস্পরের প্রতি আস্থা এবং সরকারি দফতরগুলির উপর ভরসা রাখা জরুরি ছিল। সেটা হলে বিষয়টি এতদূর গড়াত না।’