বিহার রাজ্যরাজনীতিতে একটা সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর। নীতীশের দল জেডি-ইউ-র সহ সভাপতি ছিলেন ভোট-কৌশলী প্রশান্ত। সেই প্রশান্ত এবার নীতীশ সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেছেন, করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে সরকারি চেষ্টার একটা ভয়াবহ ছবি। প্রচুর সমস্যা ও কষ্ট সহ্য করে দেশের বিভিন্ন অংশ থেকে বিহারে পৌঁছনো গরিব মানুষদের জন্য নীতীশ কুমারের সোশ্যাল ডিসট্যান্স ও কোয়ারেন্টিন ব্যবস্থা হৃদয়বিদারক।
প্রশান্তর শেয়ার করা ভিডিওতে, বেশ কয়েকজন এক জায়গায় বন্দি অবস্থায় দেখা গিয়েছে। তাঁদের মধ্যে একজন বাইরে বেরিয়ে আসার কাতর আর্জি জানাচ্ছেন। ওই ব্যক্তি বলছেন, তিনি আমেদাবাদ থেকে এসেছেন। তিনি সিওয়ান যাবেন। ওই ব্যক্তি ছাড়াও ভিডিও আরও কয়েকজনকে বাইরে বেরোতে দেওয়ার আর্জি জানাতে দেখা গিয়েছে।
এই ভিডিও শেয়ার করে প্রশান্ত নীতীশের পদত্যাগ দাবি করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রশান্তকে জেডি-ইউ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই নীতীশকে ধারাবাহিকভাবে আক্রমণ করছেন প্রশান্ত।