নয়াদিল্লি: টিভি সিরিয়াল অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহর স্বস্তি। তাঁর আগাম জামিন খারিজ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। রাহুলের আগাম জামিন মঞ্জুর করেছিল মুম্বই হাইকোর্ট। এই আগাম জামিন খারিজের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন প্রত্যুষার মা। এই পিটিশন খারিজ করে বিচারপতি পি সি ঘোষ এবং অমিতাভ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ বলেছেন, প্রত্যুষা ও রাহুলের কথপোকথন থেকে স্পষ্ট যে, তাঁদের মধ্যে নিবিড় ভালোবাসার সম্পর্ক ছিল। রাহুলের আগাম জামিন বাতিলের কোনও জোরাল যৌক্তিকতা নেই। তদন্তে যদি দেখা যায় যে, এটা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন)-এর মামলা হয় তাহলে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, অভিযুক্তের ভূমিকা রয়েছে, এমন কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি।
প্রত্যুষার মায়ের আইনজীবী যুক্তি দেন, রাহুলকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। তদন্তে অনেক ত্রুটি রয়েছে বলেও তিনি দাবি করেন।এমনকি, অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্টও করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। যদিও সুপ্রিম কোর্ট ওই যুক্তিতে সায় দেয়নি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল প্রত্যুষাকে নিজের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যুষা ও রাহুল একসঙ্গে মুম্বইয়ের গোরেগাঁও-এর ফ্ল্যাটে থাকতেন। প্রত্যুষার আত্মহত্যার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তাঁর বয়ফ্রেন্ড রাহুলের বিরুদ্ধে। গত ২৫ এপ্রিল হাইকোর্ট রাহুলের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে। হাইকোর্টে পেশ করা রিপোর্টে পুলিশ জানায়, রাহুল প্রত্যুষার কাছ থেকে টাকা ধার করতেন। প্রত্যুষাকে তিনি মারধরও করতেন।
প্রত্যুষার আত্মহত্যা: রাহুলের জামিন খারিজের আর্জি নাকচ সুপ্রিম কোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 12:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -